ইউল্যাব এ আয়োজন করা হলো আধুনিকতায় বাংলাদেশের স্থাপত্য বিষয়ক লেকচার - Shadman Al Arbi

Breaking

Wednesday, August 28, 2019

ইউল্যাব এ আয়োজন করা হলো আধুনিকতায় বাংলাদেশের স্থাপত্য বিষয়ক লেকচার

 


গত ২৯ অগাস্ট বুধবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং বেঙ্গল ইনস্টিটিউট এর উদ্যোগে আধুনিকতায় বাংলাদেশের স্থাপত্য বিষয়ক লেকচার এর  ৪৩ তম আসর এর আয়োজন করা হয়।

এই সেমিনার এর প্রধাণ অতিথি হিসেবে ছিলেন কাজী খালিদ আশরাফ বাংলাদেশের একজন স্বনামধন্য স্থপতি। জিনি কিনা দেশ ও বিদেশে তার নাম ও দেশের নামকে পাহারের চুরায় নিয়ে গেছেন।

প্রধান অতিথি ও লেকচারার কাজী খালিদ আশরাফ বলেন এই সেমিনারটি তিনটি ভাগে বিভক্ত থাকবে। প্রথমটি হবে ইউল্যাব এর অডিটোরিয়াম এ দ্বিটিও এবং তৃতীয়টি হবে ছায়ানট সংস্কৄতি ভবনে।

এর পর তিনি তার প্রথম দিন এর লেকচার শুরু করেন। তিনি যানা কি ভাবে বাংলাদেশে আধুনিক স্থাপত্য এলো এবং বাংলাদেশে ভবিষ্যৎ এ  কেমন স্থাপত্য হতে পারে তার একটি উধারন ও তিনি এই দিন বলেন।


No comments:

Post a Comment