ইউল্যাব এ হয়েগেল চলচ্চিত্র প্রদর্শনী ‘হৃদয়ের রংধনু’ - Shadman Al Arbi

Breaking

Sunday, July 7, 2019

ইউল্যাব এ হয়েগেল চলচ্চিত্র প্রদর্শনী ‘হৃদয়ের রংধনু’

 


৬ জুলাই ২০১৯ ইউল্যাব পার্মানেন্ট ক্যাম্পাস এর অডিটোরিয়াম এ ‘হৃদয়ের রংধনু’ চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। 

এই সময় উপস্তিত ছিলেন হৃদয়ের রংধনু’ চলচ্চিত্রের নির্মাতা রাজীবুল হোসেন, ইউল্যাব এমএসযে বিভাগ এর শিক্ষার্থী এবং শিক্ষক বৃন্দ। 

চলচ্চিত্র দেখানো শেষে একটি প্রশ্নউত্তর পর্বের আয়োজন করা হয় উত্তর পর্বে নির্মাতা রাজীবুল হোসেন ও শিল্পি শামস কাদির উপস্তিত ছিলেন এবং তাদেরকে শিক্ষক ও শিক্ষার্থী গন প্রশ্ন করেন ছবিটির বেপারে।

নির্মাতা রাজীবুল হোসেন জানান ২০১৪ সালের নভেম্বরে ছবিটির শুটিং শুরু হয় এবং ২০১৬ সালে প্রায় দুই বছর সময় নিয়ে ছবিটির শুটিং শেষ হয়।

কিন্তু ছবিটির মুক্তি পায় ২০১৯ সালের ফেব্রুয়ারিতে স্টার চিনেপ্লেক্স এ। ছবিটির মুক্তির দেরির কারণ জানতে চাওয়ার পর রাজীবুল হোসেন জানান সেন্সর বোর্ড এ জমা দেয়ার পর ছবিটিকে দুবছর আটকে রাখা হয় কারন হিসেবে দেখানো হয় ছবিতে কাঁকরা পুড়িয়ে খাওয়া হয়েছে।

তিনি আরো জানান যে আমরা উচ্চ আদালতে গিয়ে এর সেন্সর এর অনুমতি পেয়েছি। তাই ছবিটি মুক্তে পেতে দেরি হয়েছে। 

আয়োজন শেষে ইউল্যাব এমএসযে বিভাগ এর শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসেন দর্শকদের ধন্যবাদ গ্যাপন করে এবং এই চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান এর ইতি টানেন। 


No comments:

Post a Comment